× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

মোঃ শহিদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

২৬ আগস্ট ২০২৪, ১৮:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় সাজেদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (২৬ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদুল ইসলাম পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর এলাকার আতাতুল্লাহ ফকিরের ছেলে। তিনি গাজিপুরের ভাওয়াল গড়ে চাকরি করতেন।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে সাজেদুল ইসলাম মোটরসাইকেলে করে গাজিপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান তিনি। পরে পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেলটির ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় বাস ও ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.