ফেনী ও মৌলভীবাজার জেলার বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধসহ ত্রান সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার ২৬ আগস্ট দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের উদ্ধারকার্য, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় বন্যাদুর্গত ফেনীর ফুলগাজী ও মৌলভীবাজার জেলার চানপুর, গুজারাই এলাকায় কোস্ট গার্ড মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদানের পাশাপাশি বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে।
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে কোস্ট গার্ড।