× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে হোটেল শ্রমিক গ্রেফতার

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

২৫ আগস্ট ২০২৪, ১৯:৫৫ পিএম

ছবিঃ মোস্তাফিজুর রহমান

জুস কিনে দেওয়ার প্রলোভন দিয়ে আমবাগানে নিয়ে ৯ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল খালেক (৬৫) নামে এক হোটেল শ্রমিককে গ্রেপ্তার করা হয়।

গতকাল (২৪ আগস্ট) তার বিরুদ্ধে মামলা করেন শিশুটির দাদা। পরে তাকে রংপুর জেল হাজতে পাঠানো হয়। এর আগে গত শনিবার সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে রংপুরের বদরগঞ্জ পৌরশহরের সরকারি কলেজ পাড়া এলাকায়। হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে শিশুটিকে তার পরিবারের কাছে রাখা হয়েছে।

এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, শিশুটির মা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশি আব্দুল খালেক গত শনিবার সকাল ১১টার দিকে জুস খাওয়ার প্রলোভন দিয়ে বাড়ির পাশে একটি আম বাগানের নির্জন জায়গায় নিয়ে শিশুটির যৌন নিপীড়ন করে পাষণ্ড আব্দুল খালেক। পরে শিশুটি নিজ বাড়িতে ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। এসময় শিশুটির রক্তক্ষরণ হলে তার মা বিষয়টি টের পান। শিশুটি জানায় প্রতিবেশী আব্দুল খালেক তাকে আম বাগানে নিয়েছিল। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী আব্দুল খালেককে ধরে পুলিশে দেয়। পরে শিশুটির দাদা মামলা করেন। 

কলেজ পাড়ার প্রতিবেশী কোরবান আলী ও জয়নাল হোসেন বলেন,‘আব্দুল খালেক একজন লম্পট চরিত্রের মানুষ। একটি কোমলমতি ছোট্র শিশুর সঙ্গে এমন আচরণ করায় কঠিন শাস্তি হওয়া দরকার। এর আগেও তার বিরুদ্ধে কোমলমতি শিশুদের সঙ্গে এমন আচরণ করার বহু অভিযোগ আছে।
অভিযুক্ত আব্দুল খালেকের মেয়ে খালেদা আক্তার ও মৌসুমী আক্তার বলেন, ‘আমরা বাবাকে জিজ্ঞাসা করি। বাবা আমাদের জানায় শিশুটিকে ক্ষেতের বেড়ার রশির ওপর দিয়ে পার করার সময় সে আঘাত প্রাপ্ত হয়। আসলে  কোন ঘটনা ঘটেনি বলে বাবা আমাদের কাছে স্বীকার করেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির বলেন, এ ব্যাপারে থানায় যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আব্দুল খালেক কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.