× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্যা

নিখোঁজের ৩০ ঘন্টা পর মিললো হৃদয়ের নিথর দেহ

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি।

২৪ আগস্ট ২০২৪, ২০:০১ পিএম

ছবিঃ মোঃ আব্দুল কাইয়ুম

গত শুক্রবার রাত দেড়টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নের পুদিনাপুর এলাকার ময়নার দোকানের সামনে মনু নদীর বাঁধ ভেঙে প্রবেশ করা বানের স্রোতে বাবার সাথে মাছ ধরতে এসে নিখোঁজ হয় সাদিকুর রহমান হৃদয় (২৫) নামের এক তরুণ। 

ঘটনার ৫ ঘন্টা পর সিলেট থেকে আসা ডুবুরি দল টানা ৬ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়েও কোন হদিস না পেয়ে সমাপ্ত করে উদ্ধার তৎপরতা। অবশেষে ওই ঘটনার ৩০ ঘন্টা পর পাওয়া গেছে হৃদয়কে। তবে জীবিত নয়, নিথর দেহ মিললো বন্যার পানিতে ভেসে থাকা হৃদয়ের।

শনিবার (২৪ আগস্ট) ভোরের দিকে তাঁর মরদেহের সন্ধান পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার করে নিয়ে আসে। এসময় চিটকি জালটিও উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আলী হোসেন জানান, ভোরে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে তার মরদেহ ঘটনাস্থল থেকে প্রায় ৮০ মিটার দূরত্বে ভেসে থাকার খবর পাই। এর পর আমাদের টিম নিয়ে ভোর সাড়ে ৬ টার দিকে সেখান থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। 

তিনি জানান, স্থানীয় মুন্সীবাজার ইউনিয়নের এক প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, উদ্ধার হওয়া হৃদয়ের মরদেহ পরিবার ময়না তদন্ত করবেনা এমন সম্মতি জানালে পরবর্তীতে শনিবার দুপুর ১ টার দিকে নিজ গ্রামে ময়না তদন্ত ছাড়াই জানাযা শেষে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়। 

ওই তরুণ একই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদিনীমহল গ্রামের সোনাওর মিয়ার ছেলে। সে মুন্সিবাজার এলাকার ফার্নিচার ব্যবসায়ী বলে জানা গেছে ।

এর আগে সাদিকুর রহমান হৃদয় তাঁর বাবার সাথে সেখানে মাছ ধরতে আসে। দীর্ঘক্ষণ চিটকি জাল দিয়ে মাছ ধরতে থাকা অবস্থায় রাত দেড়টার দিকে জাল ছুড়ে মারার সময় হটাৎ হাতের মধ্য বাঁধা থাকা জালের রশির টানে হৃদয় পড়ে যায় বানের পানিতে। ঘটনার আকষ্মিককতায় তাঁকে উদ্ধারে তার বাবাও ঝাঁপ দেন পানিতে। ততক্ষণে পানির তীব্র স্রোতে হারিয়ে যায় হৃদয়। তবে তাঁকে না পেয়ে তাঁর বাবা তীরে উঠতে সক্ষম হন। এসময় সেখানে প্রচুর লোকসমাগম থাকলেও স্রোতের তীব্রতার কারণে তাঁকে উদ্ধারে কেউ সাহস করেনি। 

এদিকে আগে থেকেই পুরো রাজনগর উপজেলার বিভিন্ন গ্রামে মনু নদীর বাঁধ ভেঙে বন্যার পানি ছড়িয়ে পড়ে হাট-বাজার সহ বাড়িঘর তলিয়ে যায়। পানিবন্দী হয়ে পড়েন ওই উপজেলার লাখো মানুষ। বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুরো উপজেলা। অকেজো হয়ে পড়ে ওই উপজেলার সবগুলো মোবাইল টাওয়ার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.