রংপুরের বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ’র (পি এফ জি) সদস্যদের উদ্যোগে “সচেতন, সংগঠিত, সোচ্চার জনগোষ্ঠী-ই গনতন্ত্রের রক্ষাকবচ, রাজনৈতিক ধর্মীয় জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে মানববন্ধন ও সম্প্রতি সমাবেশ কর্মসূচি পালন করা হয়। শনিবার ২৪ আগস্ট সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ করা হয়।
উক্ত মানববন্ধন ও সমাবেশে সাবেক সংসদ সদস্য, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পৌর বিএনপি'র আহ্বায়ক অধ্যাপক আজিজুল হক সাইদুল ইসলাম, হুমায়ুন কবির মানিক,সাহেদা হাসান, জাপানেতা অধ্যাপক মোফাজ্জল হোসেন সরদার, জামায়াতনেতা সিরাজুল ইসলাম, কামরুজ্জামান, দি হাঙ্গার প্রজেক্টের রাজশাহী অঞ্চলের সমন্বয়ক আব্দুর রউফ, রংপুরের ফিল্ড কোঅর্ডিনেটর ফরিদ আখতার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তির সম্প্রীতি প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। একই সাথে ছাত্র-জনতার এই অভ্যুত্থানকে পুঁজি করে কেউ যেনো রাষ্ট্রীয় সম্পদ, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য বদরগঞ্জ বাসীকে সর্বদা সজাগ থাকতে হবে। এই সময়ে সব ধরনের অরাজকতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন ও সম্প্রতি সমাবেশ কর্মসূচীতে পিএফজির সদস্য, সুজন সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ওয়াইপিএজি’র সদস্য ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।