চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছে, মহাঅবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২৪ আনন্দঘন পরিবেশে উদ্যাপন করতে হবে। আগামী ২৬ আগস্ট জন্মাষ্টমী উৎসব জেলা শহরসহ প্রত্যেকটি উপজেলায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও জন্মাষ্টমী পরিষদের মাধ্যমে বিভিন্ন মন্দিরে উদ্যাপন করা হবে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।
তিনি আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব পালনে আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন। চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে দীর্ঘ দুইবছর ২০ দিন আপনাদের সাথে থেকে কাজ করেছি। সকলের সহযোগিতা পেয়েছি। আপনাদের কথা আমার মনে থাকবে। আপনারাও আমার জন্য দোয়া করবেন।
আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক রোটাঃ তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সরকার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, কচুয়া উপজেলার সভাপতি ফণী ভূষন, মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদ হিতেষ শর্মা, শাহরাস্তি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দে, মতলব দক্ষিণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সহ-সভাপতি নিমাই ঘোষসহ বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিবৃন্দ। সভায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব ব্যাপকভাবে উদ্যাপনের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়।