× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কােম্পানীগঞ্জ

সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা

কােম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি।

২০ আগস্ট ২০২৪, ১৯:১৫ পিএম

ছবিঃ কােম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

দেশের চলমান পরিস্থিতি ও বিগত আওয়ামিলীগ সরকারের কর্মকাণ্ড এর চিত্র তুলে ধরেন এবং চলমান রাজনৈতিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে কােম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন। ২০ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টার সময় বসুরহাট নির্ঝর কনভেনশন হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কােম্পানীগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক নরুল আলম সিকদার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপি’র সভাপতি আব্দুল মতিন লিটন, বসুরহাট পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, এছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

সভায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, ছাত্রদের আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ বাংলাদেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। 

উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা আরও বলেন আমরা হামলা, লুটপাট, নৈরাজ্যের বিরুদ্ধে। যারা লুটপাট করেছে আপনারা তাদের নাম দিন আমরা ব্যবস্থা নেবো। সভায় সকল ধরনের বিশৃঙ্খলা থেকে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.