ভূল চিকিৎসায় মৃত্যু এমন ঘটনা ভোলায় যেন খুব সহজে হয়ে যায়। ডাক্তার নার্স কর্মকর্তাদের অবহেলায় প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে শিশু কিংবা মায়ের। এবারে ভোলার এশিয়া ডায়াগনস্টিকে ভূল চিকিৎসায় ডেলিভারির আগে মা ও গর্বের সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার ১৯ আগস্ট বিকেল পাঁচটায় গর্ভের সন্তান জন্মদান সংক্রান্তে এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন সোনিয়া আক্তার।
যেখানে নিয়মিত একজন চিকিৎসা থাকার কথা তাও ছিল না এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে। এরমধ্যের রোগীকে ভূল চিকিৎসা দিতে থাকেন সেখানকার নার্সরা। এরপর ঘটে যায় ভয়াবহ ঘটনা। গর্ভবতী নারীর চোখ ও মুখ দিয়ে রক্ত বের থাকে এর কিছুক্ষণ পর স্বজনরা দেখেন মারা গেছে সোনিয়া আক্তার।
নিহত সোনিয়া আক্তার ভোলা ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। ঘটনা জানাজানির পর তাৎক্ষণিক ফোনে যোগাযোগ করে রাত দশটার পর চিকিৎসককে নিয়ে আসে ডায়াগনস্টিক কর্তৃপক্ষ । তবে এর মধ্যেই মারা গেছেন গর্ভবতী জননী সোনিয়া আক্তার। দায় এড়াতে চায় ডায়াগনস্টিক কর্তৃপক্ষ পালিয়ে যান কর্তব্যরত সেই নার্সরাও। সেখানে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হন জেলার গণ্যমান্য ব্যক্তিবগ, সাংবাদিক, সুশীল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ বিষয়ে সিভিল সার্জন জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।