× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী কিশোরগঞ্জ প্রতিনিধি।

২০ আগস্ট ২০২৪, ১৪:৫২ পিএম । আপডেটঃ ২০ আগস্ট ২০২৪, ১৪:৫৩ পিএম

অভিযুক্ত মো. রাসেল মিয়া, ছবিঃ আসিফ ইশতিয়া লিওন

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নীলফামারী সরকারি কলেজের ছাত্র মো. রাসেল মিয়ার বিরুদ্ধে। এতে ওই ১০ম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীর তিন মাসের অন্তঃসত্ত্বা হয়েছে।
গত রোববার (১৮ আগস্ট) ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, উভয়ের বাড়ি একই পাড়ায় হওয়ার সুবাদে একটু ওঠা বসা ছিল। সেই সুযোগ গ্রহণ করে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় শারীরিক সম্পর্ক করায় তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনা প্রকাশ পেলে মুখ দেখাতে পারব না এই কথা রাসেলকে বলে বিয়ের চাপ দিলে সে আজকাল করে তালবাহানা করেন। ভিকটিমের টেনশনে ঘুম না হওয়ার কথা রাসেলকে জানালে সে গত (১৫ আগস্ট) ঘুমের ওষুধ কিনে দিয়ে রাতে শোয়ার আগে খেতে বলে। ওষুধ খাওয়ার পর মাঝ রাতে পেট ব্যাথা শুরু হলে একপর্যায়ে গর্ভপাত ঘটে। সকাল হতেই অতিরিক্ত ব্লেডিং শুরু হলে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক নীলফামারী সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ওসি পলাশ মন্ডলের সঙ্গে কথা হলে তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.