বিডিআর বিদ্রোহে চাকুরীচুত বিডিআর সদস্যদের চাকরীতে পূনর্বহালের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার। সোমবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল আদালত সড়কে চাকুরিচুত ও ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্য এবং পরিবারবর্গ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ দাবি জানান।
এ সময় বক্তব্য দেন চাকরিচ্যুত বিডিআর সদস্য তৌহিদুল ইসলাম, নাজমুল হোসেন, জিয়াউর রহমান, তৌহিদুল আলম ও চাকুরিচ্যুত এক সদস্যের স্ত্রী জান্নাতি ফেরদৌস ইলিয়াছ। এ সময় চাকুরিচুত ও ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যগণ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০০৯ সালে ষড়যন্ত্রের শিকার হয়ে ৫৭ জন সেনা অফিসার ও বিডিআর সদস্যসহ মোট ৭৪ জন নিহত হয়। এ সকল হত্যার সঠিক বিচার দাবি করেন এবং ওই সময় চাকুরিচ্যুত বিডিয়ার সদস্যদের চাকুরীতে পূনর্বহাল ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ বিডিয়ার সদস্যদের ক্ষতিপূণ দেবার দাবি জানান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।