× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে আ'লীগের ইউপি চেয়ারম্যানের অফিস থেকে মাদকদ্রব্য উদ্ধার

এম, এ সবুর রানা, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।

১৮ আগস্ট ২০২৪, ১৯:২৪ পিএম

ছবিঃ এম, এ সবুর রানা

রামপালের ৩ নং বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর বঙ্গবন্ধু গণ পাঠাগারের কার্যালয় থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। সংবাদ পেয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের নির্দেশে এসআই হুসাইন আহমেদ রবিবার (১৮ আগষ্ট) বেলা ১১ টায় সঙ্গীয় ফোর্স চাকশ্রী বাজারে যানা। বাজারের পাশে বঙ্গবন্ধু গণ পাঠাগারের তালা খুলে ভেতরে প্রবেশ করেন পুলিশের ওই দলটি। তারা জনসম্মুখে কয়েক বোতল মদ ও ২৮ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট, এক বোতল কেরু মদ, হাফ বোতল বিদেশী মদসহ গাজা সেবনের সরঞ্জাম জব্দ করে পুলিশ।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর মুৃঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আপনারা জানেন, বিগত দিনে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে মাদক নির্মূলে অভিযান করেছি। বড় ধরনের গাজা ও ইয়াবার চালান আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। ৫ তারিখের পর আমার অফিস কয়েকবার ভাংচুর করে অফিসের মালামাল জ্বালিয়ে দেয়া হয়েছে। মাদক রাখার তো কোন প্রশ্নই ওঠে না, বরং আমাকে হুমকি দেয়া হচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

মাদক উদ্ধারের বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের সাথে কথা হলে তিনি জানান, গত ৫ আগষ্ট গণ পাঠাগারে হামলা করে দরজা ভেঙ্গে ফেলে কতিপয় লোকজন। এরপরে তারা পাঠাগারের মালামাল বের করে আগুন দেয়। ভেতরে মাদক আছে  এই তথ্য জানতে পারি রবিবার সকালে। সেখানে গিয়ে আমাদের টিম মাদ ও ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, এটা সাজানো কি না এমন প্রশ্ন করেন। জব্দ তালিকা করে এ ব্যাপারে রামপাল থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।#

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.