রামপাল উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান অফিস করেছেন। রবিবার (১৮ আগষ্ট) থেকে তাদের অফিস করতে দেখা গেছে। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর তারা নিরাপত্তা জনিত কারণে গা ঢাকা দিয়েছিলেন।
গা ঢাকা দেওয়ারা হলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি। উল্লেখ্য, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতন ও পলায়নের পর সারাদেশের মত রামপাল আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরা গা ঢাকা দেয়। এর পাশাপাশি জনপ্রতিনিধিরা ও তাদের কর্মস্থল ও এলাকা ত্যাগ করে পালিয়ে থাকে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন ১২ তারিখ থেকেই অফিস করছি। ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যানেরা ও করছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ রবিবারেই অফিস করছেন বলে জানালে তিনি বলেন হতে পারে। পরিবর্তিত পরিস্থিতির কারণে অফিসে আসেননি বলে তারা জানান।