× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে অফিস করলেন উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান

এম, এ সবুর রানা, (রামপাল) বাগেরহাট প্রতিনিধি।

১৮ আগস্ট ২০২৪, ১৭:৪৭ পিএম

ছবিঃ এম, এ সবুর রানা

রামপাল উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান অফিস করেছেন। রবিবার (১৮ আগষ্ট) থেকে তাদের অফিস করতে দেখা গেছে। গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর তারা নিরাপত্তা জনিত কারণে গা ঢাকা দিয়েছিলেন।

গা ঢাকা দেওয়ারা হলেন, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি। উল্লেখ্য, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতন ও পলায়নের পর সারাদেশের মত রামপাল আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরা গা ঢাকা দেয়। এর পাশাপাশি জনপ্রতিনিধিরা ও তাদের কর্মস্থল ও এলাকা ত্যাগ করে পালিয়ে থাকে।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন ১২ তারিখ থেকেই অফিস করছি। ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যানেরা ও করছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ রবিবারেই অফিস করছেন বলে জানালে তিনি বলেন হতে পারে। পরিবর্তিত পরিস্থিতির কারণে অফিসে আসেননি বলে তারা জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.