রংপুরের বদরগঞ্জে গাছের ডাল ভেঙে পড়ে গোলাম আজম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মধুপুর ইউনিয়নের রহমতের বাজারের পাশে মহাসড়কে। মৃত গোলাম আজম মধুপুর কচুয়াপাড়া গ্রামে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার ১৭ আগস্ট বিকাল ৪ টা ৩০ মিনিটে মধুপুর কচুয়াপাড়া তার নিজ বাড়ি থেকে ভ্যান যোগে বদরগঞ্জ আসার পথে হঠাৎ ঝর বাতাস উঠে বাতাসে সড়কের পাশে গাছের ডাল ভেঙে গোলাম আযমের মাথায় পড়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে গোলাম আযমের মরদেহ বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনটি রিসিভ করেননি।