রংপুরের বদরগঞ্জে লাগামহীন কাঁচা মরিচসহ নিত্যপন্যের দাম অস্বাভাবিক মূল্য বিক্রি। মাত্র গত সপ্তাহে হাটবাজার গুলোতে ১৫০টাকা থেকে ১৬০টাকা প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হতো। বর্তমান একলাফে বেড়ে ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। একই সঙ্গে কাঁচা মরিচের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে অন্যন্য সবজি দামও। এতে করে সাধারণ মানুষ চরম বিপাকে পড়ছেন।
নিত্যপন্যের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়াতে হাঁপিয়ে উঠছেন তাঁরা।বিশেষ করে খেটে খাওয়া মানুষ বাজার গেলে চরম বিপাকে পড়ছেন। শনিবার পৌরশহরে বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচা মরিচ ৩১০থেকে ৩২০দামে কেনা বেচা হচ্ছে। এসময় উর্ধ্বগতি দাম নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে ক্রেতা সাধারনের তর্কে লিপ্ত হচ্ছে। এদিকে দাম বেড়েছে বিভিন্ন রকমের সবজিতে।এর মধ্যে করলা ৮০টাকা কেজি,রসুন ৩২০টাকা,পেঁয়াজ ১২০টাকা,বেগুন ৬০টাকা,পটল৫০টাকা,আলু ৭০টাকা কেজি বিক্রি হচ্ছে।
বাজারে মরিচসহ সবজি কিনতে আসা বালুয়াভাটা গ্রামে ফরিদ হোসেন বলেন,দেশের অস্হিশীলতা অবস্থায় আয় কমেছে কিন্তু বাজারে সব জিনিসপত্র দাম হু হু করে বাড়ায় চরম হিমশিম খেতে হচ্ছে।
স্কুল শিক্ষক মোশাররফ হোসেন বলেন, সংসারে ছেলে মেয়ের লেখাপড়া ব্যায় বহন করতে হিমশিম খাচ্ছি। তারপর বাজারে সব জিনিসপত্র দাম অগ্নিমূল্য কেনায় চরম বিপাকে পড়ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো নাজির হোসেন বলেন, খুব শীঘ্রই বাজার মনিটরিং করা হবে।