× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ

শেখ মিহাদ, নবীনগর উপজেলা প্রতিনিধি।

১৪ আগস্ট ২০২৪, ২১:২১ পিএম । আপডেটঃ ১৪ আগস্ট ২০২৪, ২১:২২ পিএম

পরিবার পরিকল্পনা কেন্দ্রে কর্মরত সুলতানা রাজিয়া। ছবিঃ শেখ মিহাদ

নবীনগর উপজেলাধীন কাইতলা দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মরত সুলতানা রাজিয়ার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 
অত্র ইউনিয়নের ভুক্তভোগীরা আজ অত্র হাসপাতালে স্থানীয় সাংবাদিকদের সামনে প্রতিনিয়ত সুবিধাবঞ্চিত হচ্ছেন এবং টাকার বিনিময়ে ঔষধ নিতে হয় এমন অভিযোগ সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন। উল্লেখ্য, এখানে একজন এমবিবিএস ডাক্তার থাকার কথা থাকলেও এ সমস্ত ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডাক্তাররা থাকেন না এটা ওপেন সিক্রেট। সেই সুবাদে পরিবার পরিকল্পনা কেন্দ্রের মহিলা দায়ীত্ব রত সুলতানা রাজিয়া হয়ে উঠলেন হাসপাতালে সর্বাসব সুলতানা রাজিয়ার নিকট কোন অসুস্থ ব্যক্তি ওষুধের জন্য গেলে  ২০০ দেড়শ টাকা, প্রতিরোগী থেকে নিয়ে থাকেন। পাশাপাশি ওনার অবৈধ আয় রোজী বেড়ে যাওয়াতে একজন ব্যক্তিগতভাবে সহকারিও নিয়োগ দেন নিজের ইচ্ছামত  যা সরকারি কোন নিয়ম নীতিতেই পড়ে না । 

নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে সাধারন মানুষের ভাষ্য, কাইতলা দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্স সহ প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে জরুরী ভিত্তিতে যথাবিহিত ব্যবস্থা নিয়ে উপজেলার সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের চিকিৎসার পরিবেশ সৃষ্টি করা হোক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.