× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাফিক, রংতুলি, পরিস্কার সব যায়গাতেই শিক্ষার্থীদের অবদান 

মোঃ ফয়সাল হোসেন শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি।

১৪ আগস্ট ২০২৪, ১৫:৪৪ পিএম

ছবিঃ মোঃ ফয়সাল হোসেন শ্রীনগর

গত ৫ই আগস্ট সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে দেশের পুলিশ কর্মকতা ও ট্রাফিক নিয়ন্ত্রণকারীগন কর্ম বিরতিতে রয়েছেন। আর এই সময় দেশের ট্রাফিক নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্রে ছাত্র সমাজ তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মুন্সীগঞ্জের শ্রীনগরও এর ব্যতিক্রম নয়।

শ্রীনগর কলেজের ছাত্র-ছাত্রীরা গত ৭ই আগস্ট থেকে বর্তমান পর্যন্ত সকল কাজেই তাদের ভুমিকা রেখে যাচ্ছেন। তারা শ্রীনগরের ছনবাড়ী, চকবাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ যায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ , রাস্তা পরিস্কার ও রঙতুলির কাজ করে শ্রীনগরকে এক নতুন রুপে সাজিয়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।

শ্রীনগর কলেজের শিক্ষার্থী মিমি আক্তার ও মোঃ ইফতি এর কাছে তাদের কাজ করার লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, সারা দেশে আমাদের অনেক ভাই বোন এই কাজের সাথে নিয়োজিত আছেন তারা দেশ টাকে নতুন করে সাজিয়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন আমরা তাদেরই অনুসরণ করে এই শ্রীনগর কেও সারা বাংলাদেশের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের শ্রীনগর কে নতুন এক রুপে রুপান্তরিত করতে চাই। আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.