নড়াইলের লোহাগড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিলেন লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি ও লোহাগড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কচুবাড়িয়া গ্রামে পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত ওয়ার্ড ৩ এর কাউন্সিলর নির্বাচিত জয়িতা রাজিয়া সুলতানা বিউটি, লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক শিমুল হাসান, সিনিয়র সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জাহাদ, সেলিম জাহাঙ্গীর, মোঃ ওবায়দুর রহমান, সাংবাদিক রাশেদ রাশু, মনির খান, কাজী ইমরান, পিকুল আলম, শরিফুজ্জামান, রুপক মুখার্জি, বুলবুল খান, মোঃ আলমগীর হোসেন, মোঃ মোস্তফা কামাল বিভিন্ন বাড়িবাড়ি গিয়ে খোঁজখবর নেন। আলাপকালে তারা জানান, আমাদের এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জনপ্রতিনিধিসহ সাংবাদিকরা তাদের বলেন, কোন প্রকার সমস্যা হলে প্রশাসনসহ আমাদের জানাবেন। আমরা আপনাদের পাশে ছিলাম,এখনো আছি,থাকবো। সাধারন মানুষের নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি আমরাও কাজ করছি।