× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁয়ে সংখ্যালঘুদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

শেখ আল আমীন প্রধান, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

১৪ আগস্ট ২০২৪, ১৪:০৮ পিএম

ছবিঃ শেখ আল আমীন প্রধান

নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে মেজর জুবায়েরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। ১২ ও ১৩ আগস্ট বিভিন্ন মন্দির পরিদর্শনকালে সেনাবাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা এবং জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা করেন।

এছাড়াও বিভিন্ন সময়ে সেনাবাহিনী ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘু সম্প্রদায়কে সাধারণের নিরাপত্তার ব্যাপারে সবাইকে আশ্বস্ত করা হয়। সোনারগাঁওয়ের বারদীতে অবস্থিত গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের নিরাপত্তায়ও কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। বাঙালি হিন্দুদের পবিত্র এ তীর্থস্থান মধ্যরাতে পাহারা দিচ্ছেন স্থানীয় মুসলিম তরুণরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনীর সোনারগাঁও টহলদল।সোনারগাঁওয়ে এই টহল পরিচালনা করছে সাভার সেনানিবাসের অন্তর্গত ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি মেজর জুবায়ের ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির উপঅধিনায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

তাছাড়াও সোনারগাঁওসহ নারায়ণগঞ্জের সব থানার নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। সোনারগাঁও ছাড়াও রূপগঞ্জে সাধারণ ছাত্রদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জেলার প্রতিটি থানায় সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার দেয়া হয়েছে। এলাকায় ডাকাতি, চাঁদাবাজি বা যে কোনো ধরনের নাশকতা হলে এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার ০১৭৬৯০৯০৫৫১।

এছাড়া জেলার বন্দর, সদর, ফতুল্লা থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমে ০১৭৩২০৫১৮৫৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.