× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতদিন কর্মবিরতির পর কিশোরগঞ্জের সড়কে ট্রাফিক পুলিশ

ইমরান হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি।

১৩ আগস্ট ২০২৪, ২১:১৬ পিএম

ছবিঃ ইমরান হোসেন

প্রায় সাত দিন কর্মবিরতির পর কিশোরগঞ্জ শহরের প্রতিটি সড়ককে যানজটমুক্ত করতে কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (১৩অক্টোবর) সকাল থেকে ভৈরব এবং কিশোরগঞ্জ সদরের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশের সদস্যরা। এর ফলে সাধারণ মানুষের মাঝে সস্তি ফিরে এসেছে। তবে এখনো সড়কে শৃঙ্খলা ধরে রাখতে পুলিশের পাশাপাশি কাজ করছেন স্কাউট ও বিএনসিসিসহ অন্যান্য শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকে শহরের রথখলা, গৌরাঙ্গবাজার, পুরানথানা, কালিবাড়ী মোড়, গাইটালসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা সড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। ইতোমধ্যে ট্রাফিক পুলিশ কাজে যোগদান করার পর স্কাউট ও বিএনসিসি সদস্য ছাড়া অনেক সাধারণ শিক্ষার্থীদের সরিয়ে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

মো: জয়নাল নামের এক অটোচালক বলেন, ‘এর আগে আমরা এলোমেলোভাবে গাড়ি চালিয়েছি। এতে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকত। এখন যেভাবে নিয়ম করছে তাতে আমরা সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌঁছাতে পারবো। শহরের গৌরাঙ্গবাজার ট্রাফিক নিয়ন্ত্রণকারী মো: আমির হামজা নামের এক শিক্ষার্থী বলেন, ‘ আমরা বিগত সাতদিন যেভাবে দায়িত্ব পালন করছি, সেটা যদি ট্রাফিক পুলিশের সদস্যরা পালন করে তাহলে সড়কে কোন যানজট থাকবে না।

এ বিষয় দায়িত্বপালনকালে সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো: রবিউল ইসলাম বলেন, ‘ বিগত সাতদিন আমরা দায়িত্ব পালন না করায় এতে আমাদের খুবই খারাপ লেগেছে। ইনশাআল্লাহ আজকের থেকে সড়কে এসেছি। আশার করি আগের চেয়ে সড়ক আরো নিয়ন্ত্রণে থাকবে।

এদিকে, কিশোরগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. শাহজাহান পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি জানান, ‘ আজকের থেকে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কিশোরগঞ্জ সদরে মোট ৪৭জন ট্রাফিক পুলিশ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। তিনি আরো বলেন, বিগত সাত দিনে আমাদের অনুপস্থিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়াই যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আমরা তা কোনদিনই ভুলবোনা। আমরা আশাকরি সামনের দিনগুগোতে আমাদের ট্রাফিক পুলিশের সদস্যরা সুন্দরভাবে দায়িত্ব পালন করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.