× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জ শহরে দেয়াল লিখন ও আলপনা এঁকেছে শিক্ষার্থীরা

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি।

১৩ আগস্ট ২০২৪, ২১:১১ পিএম

ছবিঃ শফিক মোহাম্মদ রুমন

সিরাজগঞ্জ শহরে দেয়াল লিখন ও আলপনা এঁকেছে শিক্ষার্থীরা ছাত্র হত্যা, নির্বিচারে গ্রেফতার ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সারাদেশের মতো সিরাজগঞ্জেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দেয়াল লিখন, গ্রাফিতি অঙ্কন এবং নানান আলপনা এঁকেছে। 

সোমবার (১২ আগস্ট) দিনভর শহরের সরকারি-বেসরকারি ফাঁকা দেয়ালগুলোতে তাদের আঁকা প্রতিবাদী বিভিন্ন লেখা ও চিত্র ফুটিয়ে তুলেছে। এতে সাধারণ মানুষও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে নানাভাবে সহযোগিতা করেছে। 

সরেজমিনে দেখা যায়, শহরের কালেক্টরেট চত্বর, পোস্ট অফিস চত্বর, মুজিব সড়ক, এস এস রোডস্থ শহরের বিভিন্ন স্থানে অঙ্কনের মাধ্যমে দেশের সামগ্রিক অবস্থা, মুক্তিযুদ্ধের নানা স্মৃতি, পুলিশি নির্যাতনের ছবি, ভাষা শহীদের স্মরণে অঙ্কন ও বাণী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নানান কর্মসূচিসহ নানা প্রতিচ্ছবি ভেসে উঠছে। 

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী সীমা বলেন, সারাদেশের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণভাবে আমরা গ্রাফিতি ও দেয়াল লিখনের কাজ করছি। এখানে বর্তমান পরিস্থিতিতে আমার ভাইদের ওপর যে নির্যাতন করা হয়েছে সেই বিষয়টি ফুটিয়ে তোলা হচ্ছে।শিক্ষক আব্দুর রহমান বলেন, ছাত্র-ছাত্রীরা সংক্ষিপ্তভাবে হলেও তাদের গ্রাফিতি কর্মসূচি পালন করেছে। আমি তাদের এ শান্তিপূর্ণ ও সৃজনশীল প্রতিবাদ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানাই। তাদের ভিন্নধর্মী সাহসী এ উদ্যোগকে স্বাগত জানাই। ছাত্র-ছাত্রীরা তাদের সহপাঠীদের হত্যাকারীদের বিচার চেয়ে এবং দেশের বর্তমান কর্তৃত্ববাদের বিরুদ্ধে রং তুলির মাধ্যমে যে প্রতিবাদ জানিয়েছে তা অত্যন্ত গঠনমূলক এবং সৃজনশীল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.