রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নে মোবাইল চুরির অপবাদে ওয়াহেদ আলীকে আটক করে মারধর করেন আক্তারুল, আফতাব আলী, সোনাত, জোনাত ঘটনাটি ঘটেছে গত ১২ ই আগস্ট সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ঘৃলই মালতলা গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ঘৃলই মালতলা গ্রামে মোবাইল চুরির অপবাদে ওয়াহেদ আলীকে আটক করে মারধর করে। পরে ওয়াহেদ আলীর বাবা আয়নাল হক সহ পরিবারের লোকজন প্রতিবাদ করতে গেলে উভয়পক্ষে মারামারি হয়। এ সময় ঘটনাস্থলে গুরুতর আহত হন ওয়াহেদ আলীর পিতা আয়নাল হক (৬০)। পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। পরে আনুমানিক ভোর ৪ টার দিকে আয়নাল হকের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবির জানান, রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়নাল হকের মৃত্যু হয়েছে। ঘরের স্থলে এসেছি তদন্ত করা হচ্ছে।