× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইউএনও, ওসি'কে ফুলেল শুভেচ্ছা

মোঃ এম. রেজা, (বিরল উপজেলা) দিনাজপুর।

১৩ আগস্ট ২০২৪, ২০:২৬ পিএম

ছবিঃ মোঃ এম. রেজা

আজ মঙ্গলবার বিরল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, বিরল উপজেলা প্রশাসন ও বিরল থানা অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিরল উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সৌজন্য সাক্ষাৎ শেষে উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা ও পুণরায় কাজে যোগদান করার জন্য বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মওলা শাহ'কে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় বিরল থানার ওসি গোলাম মাওলা শাহ্ ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল ছাত্র জনতার ভূয়সী প্রশংসা করেন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সমাজে শৃঙ্খলা ফেরাতে তাদের বেশ কয়েকটি টিম বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত থাকার ব্যাপারে মতবিনিময় করেন। ছাত্ররা বিরল পৌরসভার রাস্তায় ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করার পাশাপাশি নিয়মিত বাজার মনিটরিং এবং পুলিশ ও থানায় সহিংসতা প্রতিরোধে ছাত্রদের প্রচেষ্টাকে সাধুবাদ জানায়। একইসাথে বিরল উপজেলা জুড়ে সহিংসতার ব্যাপারে যে তালিকা হিন্দুরা দিয়েছেন সেটার সঠিক তথ্য মন্তব্য আকারে প্রেরণ করার জন্য আহবান জানিয়েছেন ওসি গোলাম মাওলা শাহ্।

ছাত্র সমাজকে নিয়ে নতুন করে যেনো বিরলকে গড়তে পারে এবং একসাথে সমন্বয় করে যে কোন প্রতিকূলতায় কাজ করতে পারে তার জন্য আলোচনা, স্বারকলিপি প্রদান ও মতামত বিনিময় করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.