× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে অধ্যক্ষের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষে তালা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী। 

১৩ আগস্ট ২০২৪, ২০:০০ পিএম

ছবিঃ মো. সাইফুল ইসলাম

নীলফামারী সদরের উত্তর চওড়া বড়গাছা স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধীমান রায়ের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা।পদত্যাগ না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থী মেহেদী হাসান মারুফ বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানটিকে দলীয় কার্যালয় হিসেবে গড়ে তোলাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের হয়রানী ও ভয়ভীতি প্রদর্শণ, অতিরিক্ত ফি আদায়, উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের কাছে চাঁদা আদায়সহ অনলাইনে তথ্য হালনাগাদের নামে অতিরিক্ত অর্থ আদায়, সরকারী অর্থে মাটি ভরাটের নামে টাকা আত্মসাৎ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধীমান রায়।

প্রভাষক পিনাকী রায় বলেন, রাজনৈতিক প্রভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন তিনি। অর্থের বিনিময়ে সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে জুনিয়রের পদোন্নতি দিয়েছেন তিনি। এছাড়াও এডহক কমিটি করে তিন বছর ধরে অবৈধ ভাবে দায়িত্বে পালন করছেন তিনি।

অভিভাবক গোলাম সারওয়ার ভুট্টু বলেন, প্রতিষ্ঠানটিকে কুক্ষিগত করে রেখেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধীমান রায়। তিনি নিজের ইচ্ছেমত প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। তাকে সরানো না হলে প্রতিষ্ঠানটি দারুন ভাবে ক্ষতির মুখে পড়বে।

জানতে চাইলে উত্তর চওড়া বড়গাছা স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধীমান রায় জানান, আমি কোন অন্যায় করিনি। যেসব অভিযোগ তোলা হচ্ছে এসব ভিত্তিহীন। চাকুরী গেলে যাবে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট অক্ষয় কুমার রায়ের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র আলী আকবর হাসমি, সোহাগ ইসলাম ও রোকন ইসলাম, মোস্তাফিজুর রহমান ও গোলাম সারওয়ার ভুট্টু, মেহেদী হাসান মারুফ, মিফতাহুল আলম মাফি, সজল রায়, এমি আকতার, পায়েল রায় এবং আসিফ হাসান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.