× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুরের ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাব্বির জুবায়ের।

১৩ আগস্ট ২০২৪, ১৯:৩৪ পিএম । আপডেটঃ ১৩ আগস্ট ২০২৪, ২০:২৮ পিএম

নিজস্ব প্রতিবেদক।

আজ মঙ্গলবার মিরপুর-১০ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে সবজি ব্যবসায়ী রুবেল (২০) হত্যার প্রতিবাদে মানব বন্ধন আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সামনে এই মানববন্ধনে সেনাবাহিনীর পক্ষথেকে অপরাধীদের শাস্তির বিষয়ে এলাকাবাসীকে আশ্বাস প্রদান করা হয়। মিরপুর-১০ এ অবস্থিত থার্টিন হাটস ক্যাম্পের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মফিজ (৫২) তার ছেলে আলী, মেয়ের জামাই হাসান তাদের নামে রয়েছে থানায় একাধিক মামলা।

মানববন্ধনে জানানো হয় তাদের অত্যাচার , নিপীড়ন-নির্যাতনে অতিষ্ট হয়ে গত বছর এলাকাবাসী উঠান বৈঠক করে, পরবর্তীতে পল্লবী থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে মফিজকে ১৭২ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। বছর যেতে না যেতে জামিনে মুক্ত হয়ে গত ০৫-০৮-২০২৪ তারিখে রাত আনুমানিক ১০:২০ ঘটিকায় 

মফিজের ছেলে হাসান আলী ও বট রনি,ফয়সাল, কুরবান, জামাই হাসান, সাকিব, রাকিবসহ তাদের বাহিনী নিয়ে উঠান বৈঠককারী এবং পল্লবী থানার ১৭২ গ্রাম হিরোইন মামলার সাক্ষী ডলার(৩২) এর বাসায়  গিয়ে এলো পাথাড়ি গুলি করে, গুলিতে নিহিত হয় রুবেল ও গুরুতর আহত হয় ডলার ৷

এলাকার মাদক ব্যাবসায়ী মফিজের নামে বেনামে অনেক অবৈধ সম্পত্তি রয়েছে, প্রশাসনকে এই অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানায় এলাকাবাসি, ইতি পূর্বে সরকারের নানান দপ্তরে লিখিত অভিযোগ দিলেও আশানুরুপ কোন সমাধান পাননি বলে জানান ভুক্তভোগীরা। এলাকাবাসী জানান এই মফিজ ও তার বাহিনীর বিরুদ্ধে কেউ কথা বললে হয় তাকে মিথ্যা মামলায় জেলহাজতে যেতে হয়, না হয় পরিবার নিয়ে এলাকা ছাড়তে হয় ৷ এই মাদক ব্যবসায়ী মফিজকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া সকলকে আইনের আওতায় এনে রুবেল হত্যার সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.