× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে শিক্ষার্থীদের মারধরে যুবকের মৃত্যু

শাকিল খান, বরিশাল ব্যুরো।

১৩ আগস্ট ২০২৪, ১৮:২৯ পিএম

ছবিঃ শাকিল খান

বরিশালে চেকপোস্টে দায়িত্বরত শিক্ষার্থীদের বেধরক মারধরে রাসিব আকন (১৯) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে নগরীর হাতেম আলী চৌমাথা এলাকায় তার সঙ্গে ছুড়ি পাওয়ার অভিযোগ তাকে আটক করে। এরপর রাতভর বেধরক মারধর শেষে অচেতন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টায় কোতয়ালী মডেল থানায় নিয়ে যায় অভিযুক্ত শিক্ষার্থীরা। 

এরপর পুলিশের পরামর্শে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়  (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার নাফিসুর রহমান। নিহত শ্রমিক রাসিব বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাত ইউনিয়নের ইউনুস আকনের ছেলে।

কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর মাঈনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মারধরে রাসিব নামের এক  তরুণ নিহত হয়েছে। বর্তমানে লাশটি শেবাচিম হাসপাতালের মর্গে আছে।

কোতোয়ালি মডের থানার সহকারি পুলিশ কমিশনার নাফিজুর রহমান বলেন, মঙ্গলবার ভোর রাতে নগরীর হাতেম আলী চৌমাথা এলাকায় শিক্ষার্থীদের চেকপোস্টে তল্লাশীকালে রাসিবের কাছে একটি ছুড়ি পাওয়া যায়। তখন তাকে মারধর করে উপস্থিত ছাত্র জনতা। এরপর সকাল এগারোটার দিকে রাসিবকে অচেতন অবস্থায় থানায় নিয়ে আসে শিক্ষার্থীরা। তখন রাসিবকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পরামর্শ দিলে শিক্ষার্থীরা তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক রাসিবকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসিব আকনের ভাই রাকিব আকন বলেন, আমি আমার ভাই হত্যার বিচার চাই। এ ঘটনায় মামলা করবেন বলে জানান রাকিব। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.