× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুড়ে যাওয়া চান্দিনা উপজেলা পরিষদ, এখনো চারিদিকে পোড়া গন্ধ 

ওসমান গনি, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।

১৩ আগস্ট ২০২৪, ১৫:৫৫ পিএম । আপডেটঃ ১৩ আগস্ট ২০২৪, ১৬:০২ পিএম

ছবিঃ ওসমান গনি

গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের দেয়া আগুনে চান্দিনা উপজেলা ১৩ টি অফিস পুড়ে ছারখার হয়ে যায়। চারদিকে এখনো আগুনের পোড়া গন্ধ। ভাঙচুর, লুটপাটসহ ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। একটি দুটি নয়, একে একে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ১৩টি সরকারি দপ্তরে। এই দপ্তরগুলোর সবই কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবস্থিত।

হামলা-ভাঙচুর চালানো হয় চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলোতেও। দু-একটি ছাড়া প্রায় প্রতিটি সরকারি দপ্তরের একই চিত্র। দেখলে মনে হয় যেন যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট অসহযোগের ডাক দিয়েছিল ছাত্ররা। সেই দিন দুপুর ২টায় শত শত দুর্বৃত্ত চান্দিনা উপজেলা পরিষদে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। কর্মকর্তা ও কর্মচারীরা পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন।

সরেজমিনে দেখা যায়, চান্দিনা উপজেলার পরিষদ কমপ্লেক্সে ঢুকতেই চোখে পড়ে কমপ্লেক্সজুড়ে ধ্বংসের চিত্র। উপজেলা পরিষদের ভবনের প্রবেশপথেই পড়ে আগুনে পোড়া চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্রের পোড়া অংশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.