× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বৈরাচারি সরকার পুলিশকে জনতার বিপক্ষে ব্যবহার করেছে : এসপি পিবিআই

তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর প্রতিনিধি।

১৩ আগস্ট ২০২৪, ১৪:৩২ পিএম

ছবিঃ তুহিন ফয়েজ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ বলেছেন, পিবিআই হলেও আমরাও পুলিশ। আমাদেরও কষ্ট হয় বিগত স্বৈরাচারি সরকার আমাদেরকে ছাত্র-জনতার বিরুদ্ধে ব্যবহার করেছে। এটি আমাদের কখনো কাম্য ছিলো না।

১২ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের শপথ চত্বরে সড়কে ট্র্যাফিক পুলিশের দায়িত্বপালনকারী শিক্ষার্থীদের সাথে সাক্ষাত করতে এসেব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের পুলিশ সারাজীবনের জন্য আর কখনো জনগণের বিপক্ষে থাকবে না। এখন থেকে পুলিশ জনগণের পক্ষ হয়ে কাজ করবে।

এসপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কারণে আজকে দেশের মানুষ শেখ হাসিনা সরকার থেকে মুক্তিপেয়েছে। তোমাদের চাওয়ার কারণে আজকে পুলিশ আবার মাঠে নেমেছে। পুলিশ এখন জনগণের বন্ধ হয়ে কাজ করবে। তোমরা এই দেশ গড়ে তুলবে এবং আমাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য পথ দেখাবে।

এ সময় পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তারা শিক্ষার্থীদের ফুল দিয়ে সম্মানিত করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা রোববার (১১ আগস্ট) থেকেই তাদের দাপ্তারিক কার্যক্রম শুরু করেছেন। জেলার সর্বস্তরের লোকজনকে পিবিআই এর সাথে সম্পর্কিত সেবা নেয়ার জন্য অনুরোধ জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.