ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ঘাতক বন্ধুর ছুরিকাঘাতে আব্দুর রাহিম (১৬) নামের আরেক বন্ধু নিহত হয়েছে, গতকাল (১১আগস্ট ) রাত ১১টার দিকে পৌর এলাকার ৭নং ওয়ার্ড নারায়ণপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা একই এলাকার জামাল পাশার দুই ছেলে শাকিল (২০) ও মারুফ (১৬) নামের ২ যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাহিম তার দুই বন্ধু শাকিল ও মারুফকে নবীনগর থানা হেফাজতে আনা হয়েছে। তাদের বাড়ি একই এলাকায়। ইসমাইল মিয়ার একমাত্র ছেলে নিহত রাহিম বাবার কোনাঘাট মোড় সংলগ্ন কবরস্থানের পাশেই একটা অটো গ্যারেজের দেখাশুনা করতেন ।
নিহতের মামা জিউর রহমান বলেন, রাহিমকে পার্টি আছে বলে বাসা থেকে নিয়ে যান নারায়ণপুর নিউটাউনের জামাল পাশার একটি ঘরে আচার খাওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন শাকিল ও মারুফ মিলে, ঘটনাস্থলে সে মারা যান। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে সেনাবাহিনীদের হাতে তুলে দেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কথা-কাটাকাটির জেরে রাহিমকে ছুরিকাঘাত করেন তাঁর বন্ধু শাকিল ও মারুফ তাদের আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।