× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরে পিবিআইয়ের কার্যক্রম শুরু

তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর প্রতিনিধি।

১২ আগস্ট ২০২৪, ১৬:৪৪ পিএম

ছবিঃ তুহিন ফয়েজ

দেশের বিরাজমান পরিস্থিতিতে বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলার পুলিশি কার্যক্রম। ১১ আগস্ট রোববার বিকেলে পিবিআই জেলা কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিরাজমান পরিস্থিতিতে পিবিআই চাঁদপুর জেলার সকল পুলিশি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।অন্তর্র্বতী সরকার গঠনের পর বাংলাদেশ পুলিশের কিছু সদস্যরা পুলিশের ১১ দফা দাবি নামক কর্ম বিরতি কর্মসূচি পালন করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আজকেও বলেছেন, যে পুলিশের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে। ইতোমধ্যে বাংলাদেশের বেশ কিছু থানার কার্যক্রম সীমিত পরিসরে চালু হয়েছে। কিছু পুলিশ সদস্যদের দ্বারা পরিচালিত এই কর্মবিরতি পিবিআই চাঁদপুর জেলা সমর্থন করে না। সর্বসাধারণের আইনগত সেবা এবং সর্বপ্রকার পুলিশি সেবা প্রদানের নিশ্চয়তা স্বরূপ আমরা পিবিআই চাঁদপুর জেলা  ১১ আগস্ট হতে আমাদের সকল পুলিশি কার্যক্রম চালু করেছি।

এ সংক্রান্তে একটি সংবাদ বিজ্ঞপ্তি গনমাধ্যমে পাঠানো হয়েছে। সকল গণমাধ্যম এ বিষয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করে চাঁদপুর জেলার সর্বসাধারণকে পিবিআই চাঁদপুর এর সকল পুলিশি সেবা গ্রহণ করার বিষয়ে অবগত করার জন্য বিনীতভাবে অনুরোধ করে এসপি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.