× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জে বিদ্যালয়ের তালা ভেঙে ৮ ল্যাপটপ চুরি

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী কিশোরগঞ্জ প্রতিনিধি। 

১১ আগস্ট ২০২৪, ১৭:২৩ পিএম

ছবিঃ আসিফ ইশতিয়া

নীলফামারীর কিশোরগঞ্জে এক বিদ্যালয়ের তালা ভেঙে ৮ টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। গতকাল ( ১০ আগস্ট) রাতে শহরের শিশু নিকেতন স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।  
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে স্কুলের কর্মচারীরা স্কুল তালাবদ্ধ করে চলে যান। পরে গতকাল রাতে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। আজ রবিবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে আইসিটি ডিজিটাল ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পায়। পরে তারা ভিতরে গিয়ে দেখেন ল্যাবে থাকা ১৭ টি ল্যাপটপের মধ্যে ৮ টি ল্যাপটপ চুরি হয়েছে। এঘটনার পরে থানার কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আহমেদ বলেন, গত বৃহস্পতিবার কর্মচারীরা স্কুলে তালা দিয়ে স্কুল থেকে চলে যায়। আজ রবিবার সকালে স্কুলে এসে আমরা আইসিটি ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে ভিতরে গিয়ে দেখতে পাই ১৭ টি ল্যাপটপের মধ্যে  ৮টি ল্যাপটপ চুরি হয়েছে ৷ আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে থানার কার্যক্রম বন্ধ থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করতে পারিনি।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, বর্তমান পরিস্থিতির কারনে এখনো থানার কার্যক্রম শুরু করতে পারিনি। সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য এসেছে আশা করি বিকাল থেকে কার্যক্রম শুরু হবে। থানার কার্যক্রম শুরু হলে অভিযোগ নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.