× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ মিছিল

মহিনুল ইসলাম সুজন, ডিমলা(নীলফামারী) প্রতিনিধি।

১১ আগস্ট ২০২৪, ১৬:৪৩ পিএম

ছবিঃ মহিনুল ইসলাম সুজন

দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির,বাড়ি-ঘরে অগ্নিসংযোগ,হামলা,ভাংচুর,লুটপাট,হত্যা,নির্যাতনের প্রতিবাদে নীলফামারীর ডিমলায় প্রতিবাদ সমাবেশ,বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের সর্বস্তরের মানুষজন।
শনিবার(১০ আগস্ট)দুপুরে ডিমলা বিজয় চত্ত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান মোড় প্রদক্ষিণ শেষে আবার সেখানে সমাবেশে মিলিত হয়। বৃষ্টি উপেক্ষা করও বিক্ষোভ মিছিল,সমাবেশ ও মানববন্ধনে হাজার-হাজার নারী-পুরুষ অংশ নেন।
এসময় সংখ্যালঘু মন্ত্রনালয় গঠন,সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন,সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রনয়ণ,সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দসহ চার দফা দাবি জানিয়ে বক্তারা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির, প্রতিমা, বাড়িঘর,ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর,লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। কোথাও কোথাও হিন্দু সম্প্রদায়ের মানুষ হত্যা করা হয়।দেশত্যাগের হুমকি দেওয়া হয়।
বিগত দিনে হওয়া হিন্দু নির্যাতনের কোনও বিচার না হওয়ায় নির্দ্বিধায় এই কর্মকান্ড চালানো হচ্ছে।তারা আরও বলেন,যে কোনো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর এমনটা করা হয়।বর্তমানে আমরা রাত জেগে মন্দির,প্রতিমা,বাড়িঘর,পরিবার,পাড়া-মহল্লা পাহারা দিচ্ছি।প্রতিটি মুহূর্ত আমাদের আতঙ্কে কাটছে।আমরা এ দেশেরই নাগরিক তাই আমরা দ্রুত আমাদের নিরাপত্তাসহ এইসব সমস্যার সমাধান চাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.