× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চৌহালী থানার নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

মোঃ ইমরুল হাসান, (সিরাজগঞ্জ) চৌহালী প্রতিনিধি।

১১ আগস্ট ২০২৪, ১৫:১২ পিএম

ছবিঃ মোঃ ইমরুল হাসান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক প্রশ্নের সম্মুখীন হয় বাংলাদেশ পুলিশ। এতে  ক্ষিপ্ত হয়ে দেশের বিভিন্ন থানায় (পুলিশ স্টেশন) হামলা করছেন উত্তেজিত জনতা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
চলমান পরিস্থিতিতে দেশের নিপারপত্তা একেবারে ভেঙে পড়েছে। এমন অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করছে। এদিকে চৌহালী 
থানার নিরাপত্তায় উপজেলা  আনসার বাহিনীকে নির্দেশ দিয়েছে জেলা কমান্ড্যান্ট  তারই ধারাবাহিকতায় চৌহালী  উপজেলা আনসার সদস্যরা থানার নিরাপত্তায় রয়েছে। রোববার সকালে সরজমিনে গিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়। 
এ সময় উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধা এর নেতৃত্বে  আনসার বাহিনীর সদস্যরা  উপস্থিত ছিলেন।   যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপত্তায় থাকবে বলে জানাগেছে ।
উল্লেখ্য গত মঙ্গলবার (০৬ আগস্ট) বিকাল ৫টার দিকে আনসারের মিডিয়া শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.