× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগাতিপাড়ায় সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময় সভা

মো. রিয়াজুল ইসলাম, বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি।

১০ আগস্ট ২০২৪, ১৪:১২ পিএম

ছবিঃ মো. রিয়াজুল ইসলাম

নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন 'আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)' কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন কমিটির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নূর।


শুক্রবার বিকেলে উপজেলার মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এবি পার্টির বাগাতিপাড়া থানা শাখার আহবায়ক হাসান আলী সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম দিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রোজ, সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু ও সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।


এ সময় স্বাধীন গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র অকার্যকর হয়ে পড়ে উল্লেখ করে এবি পার্টির কেন্দ্রীয় সদস্য আমিরুল ইসলাম নূর বলেন, মত প্রকাশের স্বাধীনতা না দিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও কাঠামো যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সেখান থেকে আমাদের ফিরে আসতে অথবা আগের অবস্থায় ফিরে যেতে সময় লাগবে। আর এর জন্য মুক্ত গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব বলে আমি মনে করি।

এ সময় মুক্ত গণমাধ্যম করতে অন্তবর্তীকালীন সরকারের কাছে ডিজিটাল সিকিউরিটি এক্ট বাতিলের দাবিও জানান তিনি। তিনি আরও বলেন, এবি পার্টি একটি রাজনৈতিক পুনর্জাগরণে প্রক্রিয়ার সূচনা করতে চায়। যা সম্ভব হলে দেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাবে।

বাগাতিপাড়া, নাটোর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.