আজ ৫ ই আগস্ট সোমবার সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়াতে শ্রীনগরের ছাত্র ছাত্রী ও সাধারন জনগন আনন্দ মিছিল বের করেন।
এই সময় তারা বলেন, আমাদের দেশ আমরা আবার নতুন ভাবে স্বাধীন করেছি। স্বাধীনতার এই আনন্দ উল্লাস উপভোগ করার জন্য আমরা একত্রিত হয়েছি ও বিজয় উল্লাস করছি।
এক ছাত্র বলেন, ছাত্ররা দেখিয়ে দিয়েছেন ছাত্ররা চাইলে সবি পারে ছাত্রদের দমিয়ে রাখা যায় না। যদি ছাত্রদের দমিয়েই রাখা যেত তাহলে রাষ্ট্রভাষা বাংলা হতো না উর্দুই থাকতো।
তারা আরো বলেন, গত ১৫ বছর আমরা যেই নিপিড়ন ও অত্যাচার সহ্য করে আসছি তার মাত্রা এতই বৃদ্ধি হয়ে গেয়েছিলো যে, এই সরকারের পতন হওয়ার মতই। তবে আমাদের আশা ছিল আরো আগেই এই সরকার এর পতন হবে তবে পরে হলেও হয়েছে এই জন্য মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ আমাদের এই জালেমের হাত থেকে রক্ষা করেছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশও ছেড়েছেন। আজ এমনই খবর জানিয়েছে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম।