× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্রেপ্তারকৃত ৪৩ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিলেন আদালত

ডেস্ক রিপোর্ট

০২ আগস্ট ২০২৪, ২০:১৭ পিএম । আপডেটঃ ০২ আগস্ট ২০২৪, ২০:১৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতার ঘটনায় বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ৪৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। 

আজ শুক্রবার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম ও ঢাকার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। জামিনকৃতদের মধ্যে ঢাকা মহানগরের ৩৭ এবং ঢাকা জেলার ৬ জন শিক্ষার্থী রয়েছে।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- আলী হোসেন, ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, আব্দুল কাদের, নাফিজ, ইয়ামিন শেখ, আসিফ খান, আব্দুস সামাদ, এলাহি বক্স, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, ফয়সাল আহমেদ, সামিউল আলম, শাখাওয়াত হোসেন, ইমরান আহম্মেদ আফসার, সম্রাট খলিফা, মাসুদ পারভেজ, আসিফ, আল আমিন, রায়হান ইসলাম, শাকিল আহম্মেদ, জাবের হোসেন, রাহাত উবায়দুল্লাহ, জাকি, তুহিন, নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, আলিফ হাসান, হেলাল, নাসির হোসেন, সাব্বির হোসেন, ফারদিন ইসলাম, ছোয়াদ উর রহমান, রুহুল আমিন, সামির হোসেন, রনি শেখ ও রাশিদুল ইসলাম তুহা।

জানা যায়, জামিন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৫ জনের পিটিশন মন্ত্রণালয় দায়ের করেছে। যাবতীয় খরচও মন্ত্রণালয় বহন করেছে। এ ছাড়া যে ৬ জন রিট পিটিশন দায়ের করেছে, তাদেরও আইনি সহায়তা দিয়েছে মন্ত্রণালয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.