রামপালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার পোনা মাছ অবমুক্তির মাধ্যমে এ সপ্তাহের উদ্বোধন করেন। পরে র্যালী ও আলোচনার মাধ্যমে এ সপ্তাহের শুরু হয়।
বুৃধবার (৩১ জুলাই) সকাল ৯ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তি শেষে র্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান প্রমুখ। এ সময় উপজেলার ১০ ইউনিয়নের মৎস্য খামারি, ডিপো মালিক ও লিপগণ উপস্থিত ছিলেন।