ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মাট বাংলাদেশ এই পতিপাদ্যকে সামনে নিয়ে ঢাকার দোহার উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্য্যালি,উদ্বোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা সভা কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং পুকুরে পোনামাছ অবমুক্তকরন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ উর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন সোহাগ,মহিলা ভাইস চেয়ারম্যান শামীম ইসলাম বিথী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামিম হোসেন, , উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী, সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মৎস্যচাষীরা।
এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে ৫ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী নানান কর্মসূচি হাতে নেয়া হয়েছে।