× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভেদরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি শরীয়তপুর

৩১ জুলাই ২০২৪, ১৫:৫৭ পিএম

'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে পুকুর ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানো ও মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

বুধবার  (৩১ জুলাই) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা মিলনায়তনে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে প্রতি বছরের মতো এ বছরও সব অংশীজনকে সম্পৃক্ত করে জেলা মৎস্য দপ্তর ও জেলা প্রশাসনের সার্বিক সমন্বয় ও সহযোগিতায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হচ্ছে।  

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সম্মেলন, মতবিনিময় সভা এবং মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারণা, সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণে উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা, ব্যানার ফেস্টুন, শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, উপজেলায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয় নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর জলাশয়ের পানি ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও পরামর্শ প্রদান, নিরাপদ প্রাণীর আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা-সেমিনার-মতবিনিময় সভা, মৎস্য বিষয়ে রচনা কুইজ প্রতিযোগিতা, সুফলভোগীদের প্রশিক্ষণ বিভিন্ন উপকরণ বিতরণ, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি ব্যক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান ও জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাড়ী, বীর মুক্তিযোদ্ধা ও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম। এছাড়াও সাংবাদিক, নৌ-পুলিশ, আনসার ভিডিপি,শিক্ষক, মৎসচাষীবৃন্দ, মৎসচাষী সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.