কুমিল্লার হোমনা প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
এতে মো. আবদুল হক সরকার (দৈনিক যুগান্তর) কে সভাপতি ও মো. জসিম উদ্দিন (ভিপি) লিটন (সাপ্তাহিক গ্রামবাংলার খবর) কে সাধারণ সম্পাদক করে এ কমিট গঠন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য কার্যকরী কমিটি গঠিত হয়।
এ সময় হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটনের উপস্থাপনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশনার মো. আতিকুর রহমান ভূঁইয়া দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করেন।
নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আবুল কাশের ভুইয়া (দৈনিক সংবাদ), সহ-সভাপতি মো. সেলিম সরকার (দৈনিক সংবাদ প্রতিদিন) সহ সভাপতি মো. আইয়ুব আলী (দৈনিক গণকন্ঠ), সহ সভাপতি মো. আব্দুস সালাম ভূইয়া (সাপ্তাহিক হোমনার কন্ঠ) যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান (গ্রামবাংলার খবর) ও মো. তপন মিয়া সরকার (দৈনিক সংবাদ সারাবেলা), সাংগঠনিক সম্পাদক কবি দেলোয়ার (দৈনিক দেশ রুপান্তর), সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. আল আমিন শাহেদ (দৈনিক দেশকাল), অর্থ সম্পাদক মো. সাইদুর রহমান (দৈনিক জবাবদিহি), দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক (দৈনিক সোনালী কন্ঠ)।
আরো সদস্যরা হলেন ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সফিকুল ইসলাম মুন্না (দৈনিক নাগরিক সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমীন জুয়েল (দৈনিক গণমুক্তি), ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ) মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আফরিন (দৈনিক ডাক প্রতিদিন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ (দৈনিক স্বদেশ প্রতিদিন), আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন (দৈনিক ভোরের কলাম), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার আহমেদ, (দৈনিক দেশ প্রতিদিন) সমাজ কল্যাণ সম্পাদক মো. কবির হোসেন (দৈনিক ভোরের চেতনা।
সম্মানিত সদস্যরা হলেন, মো. রোস্তম আলী (গ্রাম বাংলার খবর) কবি আহম্মদ উল্লাহ (হোমনার কন্ঠ), মো. বাহারুল ইসলাম (৭১ টেলিভিশন), মো. শরীফ সরকার (দৈনিক জনতা), মো. হাসান (দৈনিক বাংলাদেশ সমাচার), মো. নাছির উদ্দিন, (দৈনিক ডেসটিনি), মো.ওমর ফারুক, (দৈনিক শিরোনাম) মো. কাউসার আহমেদ (দৈনিক প্রতিদিনের কাগজ, মো. হাফিজুল ইসলাম, মো. কাউসার আহাম্মদ ও মো. আলাউদ্দিন।
সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়া জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেসক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh