চাঁদপুরের কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ৩১ জুলাই বর্ণাঢ্য র্যালী , আলোচনা সভা , শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান মুরাদের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আক্তার ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাাসান, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মবিন ও মোঃ জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দার ও সাংবাদিক আলমগীর তালুকদার প্রমূখ।
আলোচনা শেষে তেলাপিয়া মাছ চাষে মোঃ মহিউদ্দিন ও কার্প জাতীয় মাছ চাষে মোঃ শাহজালালকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।