× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

৩১ জুলাই ২০২৪, ১২:৫৮ পিএম

"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ"এ প্রতিপাদ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনামাছ অবমুক্ত, বৃক্ষরোপন, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (৩১ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া। মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা স্বাগত বক্তব্য দেন।  

উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে, মাটিরাঙ্গায় মাছের মোট উৎপাদন ৯২৮.১ মেট্রিকটন চাহিদা ২৮০০ মেট্রিকটন, ঘাটতি ১৮৭২ মেট্রিকটন। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সবুজ আলী, মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর,

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: আমেনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রমুখ বক্তব্য দেন। 

সভা শেষে সফল মৎস্য চাষী অহিদুল ইসলাম, মো. শাহাদাৎ হোসেন ও আবুল বাশারের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। 

মাছ চাষে অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় উপজেলায় চাষির সংখ্যা বাড়ছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া বলেন, এতে প্রতিবছর মাটিরাঙ্গায় মাছের উৎপাদনও বৃদ্ধি পাশাপাশি  স্থানীয়দের মাছের চাহিদা পুরণ হচ্ছে।

মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা বলেন, মৎস্য ও মৎস্যজাত উৎস থেকে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য হ্রাস ও রপ্তানি আয় বৃদ্ধি করতে মাটিরাঙ্গা মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে। মৎস্য সম্পদের উন্নয়নের লক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসুচী বাস্তবায়নের মাধ্যমে মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.