× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ মিছিল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

১৮ জুলাই ২০২৪, ১৭:০৬ পিএম । আপডেটঃ ২৫ জুলাই ২০২৪, ১৮:০২ পিএম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারন শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার বীরগঞ্জ সরকারি কলেজ হতে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি বিজয় চপ্তরে গিয়ে বৈষম্যমূলক কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থীরা।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্লাকার্ড, ফেস্টুন ও  জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত সাধারন শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আমাদের যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবি মেনে না নিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে কোটা সংস্কারের দাবি জানাচ্ছি সেই সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করছি।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী বলেন, ছাত্ররা আমাদের ভবিষ্যত। তারাই আমাদের দেশের সম্পদ। আজকে যদি শিক্ষার্থীদের কিছু হয়ে যায়, তাহলে তাদের পরিবারই ভোগান্তীর শিকার হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.