রংপুরের বদরগঞ্জে রাবেয়া বেগম ৭০ নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৮ জুলাই সকাল ৬ টা ৩০ মিনিটে দামোদরপুর ইউনিয়নের বানুয়াপাড়া গ্রামের দাড়ছিড়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। রাবেয়া বেগম বানুয়াপাড়া গ্রামের শহিদুল্লাহ হক স্ত্রী।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকালবেলা বিলের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে ভাসতে দেখা যায় ওই গৃহবধুর লাশ। পরে এলাকাবাসীর লোকজন এসে বিল থেকে উদ্ধার করে উপড়ে উঠায়। পরে বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে আসে।
গৃহবধূ রাবেয়া বেগমের ছেলের বউ মুন্নি খাতুন বলেন, গত সোমবার আমার সঙ্গে বাচ্চা হওয়া নিয়ে কথা ঝগড়া হয়। কেন ঝগড়া হয় জানতে চাইলে তিনি বলেন, তার ছেলে প্রথম স্ত্রী মেয়ে বাচ্চা হওয়ায় তাকে তালাক দিয়েছে। আমারও যদি মেয়ে বাচ্চা হয় তাহলে আমাকেও বাড়ি থেকে বের করে দিবে এ বলে আমার শাশুড়ি সঙ্গে আমার ঝগড়া হয়।
মঙ্গলবার তার একটি মেয়ে আসে বুধবারে আরেকজন মেয়ে আসে। কাল রাতে হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যান শাশুড়ি। অনেক খোঁজাখুঁজির পর খুঁজে না পাওয়া ভেবেছিলাম কোন আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে। সকালবেলা শুনতে পাই বিলের পানিতে ভেসে আছে। পরে পুলিশ গিয়ে শাশুড়ির লাশ থানায় নিয়ে আসছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে।