× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ সভা

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি

১৭ জুলাই ২০২৪, ১৬:১৫ পিএম । আপডেটঃ ১৭ জুলাই ২০২৪, ১৬:৫৩ পিএম

হবিগঞ্জের মাধবপুরে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা।

আজ (বুধবার) দুপুরে মাধবপুর উপজেলার মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা কোটা বিরোধী বিক্ষোভ মিছিল বের করে।

এই সময় মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

প্রায় ৩/৪শ কলেজ শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা পরিষদের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সভা করে।

এসময় শিক্ষার্থীদের হাতে দফা এক, দাবি এক কোটা Not Comeback। আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই, ঠাঁই নাই লিখা বিভিন্ন ব্যানার ও প্লে কার্ড দেখে যায়।

এতে বক্তব্য রাখেন সৈয়দ বোরহান উদ্দিন, ফারহান উদ্দিন রনি, নুর মোহাম্মদ, মনতলা শাহজালাল সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ মাহাদি, ব্রাক্ষণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী শাসমুল ইসলাম সহ অনেকেই।

 প্রায় ১ ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল হয়। পরে খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.