মানিকগঞ্জের সাটুরিয়ায় বসত বাড়ীর পাশে নির্মাণাধীন পোল্ট্রি ফার্ম বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বিকাল ৩ টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পোল্ট্রি ফার্ম বন্ধের দাবীতে মানববন্ধন করে এলাকাবাসী।
জানা যায়, উপজেলার ধানকোড়া ইউনিয়নের খোদ্দখোলা গ্রামের মো: ফজলুল হকের ছেলে মো: ফাইজুর রহমান জনবসতি এলাকায় পোল্ট্রি ফার্ম স্থাপনে কাজ করছে। এলাকাবাসীর দাবি সেখানে পোল্ট্রি ফার্ম স্থাপন করা হলে সাধারণ জনগণের বসবাস করা খুব কষ্টসাধ্য হবে। পোল্ট্রি ফার্মের গন্ধে এলাকার পরিবেশ দুষিত হবে। বিভিন্ন রোগে আক্রান্ত হবে। পোল্ট্রি ফার্মটি বন্ধ করার জন্য মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
মানববন্ধনে খোদ্দখোলা এলাকার মোঃ মোনায়েম বলেন, আমাদের জনবসতি এলাকায় পোল্ট্রি ফার্ম স্থাপনে কাজ করছে। সেখানে পোল্ট্রি ফার্ম স্থাপন করা হলে সাধারণ জনগণের বসবাস করা খুব কষ্টসাধ্য হবে। তাই আমাদের দাবি আবাসিক এলাকায় পোল্ট্রি ফার্ম দেয়া বন্ধ করা হোক।