কোটা সংস্কার ও কর্মসংস্থানের দাবিতে নোয়াখালী সদরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচী পালিত হয় এবং পৌরবাজারের সামনে প্রধান সড়কে শেষ হয়।
এসময় নোয়াখালী বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রী,সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বলেন তাদের বক্তব্যের মাঝে এ আন্দোলন সরকার রাষ্ট্রের বিরুদ্ধে নয়।বরং মেধাবীদের যোগ্য স্থানে ঠাঁই দিতেই তারা মাঠে নেমেছে। তারা আরও বলেন,কোটা ব্যবস্থার কারণে বাংলাদেশে অসংখ্য মেধাবী ছাত্রীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি বৈষম্যের শিকার।এতে করে দেশে মেধার সংকট দেখা দিবে।
তাই মেধাবীদের মূল্যায়ন করতে দেশ ও জনগণের স্বার্থে কোটা সংস্কার করে ৫% নিয়ে আসা এবং কর্মসংস্থানের দাবী জানান।এদিকে ছাত্রীরা বলেন, দাবী আদায় না হওয়া পযর্ন্ত আন্দোলন নিয়ে তারা মাঠে থাকবে বলে জানান।