× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হেলমেট বিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

গোপালগঞ্জ প্রতিনিধি

১৪ জুলাই ২০২৪, ২০:২২ পিএম । আপডেটঃ ১৪ জুলাই ২০২৪, ২০:২৯ পিএম

গোপালগঞ্জে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়ে যাওয়ায় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে মোটরসাইকেল চালকদের সরকার সবচাইতে বেশি।

সড়ক দুর্ঘটনার  কারণ তদন্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞদের তথ্য মতে অদক্ষ ও নিয়ন্ত্রণহীন বেপরোয়া গতিতে যানচলাচল, মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট ব্যবহার না করার ফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। সড়কে সড়ক দুর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যু রোধে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কমিটির সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহাবুবুল আলম সংশ্লিষ্টদেরকে হেলমেট বিহীন চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

হেলমেট বিহীন চালকদেরকে মোটা অংকের জরিমানা আদায় করে সেই জরিমানার অর্থ দিয়ে মানসম্মত হেলমেট কিনে তাদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বাস টার্মিনাল ব্যতীত সড়কে যত্রতত্র যানবাহন রাখা যাবে না, শহরের তীব্র যানজট নিরসনে সকল ৮ টার আগেই মালামাল বোঝাই ট্রাক আনলোড করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া শহরে চুরি- ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে শহরের বিভিন্ন প্রবেশদ্বারে স্থাপিত চেকপোস্ট গুলোর তদারকি আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় গোপালগঞ্জ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জামিল সরোয়ার সহ  গোপালগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক সভায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া রুটে বন্ধ থাকা বাস সার্ভিস পুনঃ চালুর দাবি জানান। 

রোববার (১৪ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোছাঃ নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির এ সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ রুহুল আমিন, র‌্যাব-৬ এর অধিনায়ক সৈয়দ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুজ্জামান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রতিনিধি, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেনজীর আহমেদ, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রতিনিধি, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেস বিশ্বাস, জেল সুপার মোঃ আল-মামুন, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক  মোঃ আলী আশ্রাফ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক, গণমাধ্যমকর্মী বিএম জুবায়ের, কে এম সাইফুর রহমান, সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.