× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে যুবকের আত্মহত্যা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

১৪ জুলাই ২০২৪, ২০:১৭ পিএম

রামপালের সোনাতুনিয়া গ্রামের মো. মজনু শেখ (৩৮) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার (১৪ জুলাই) ভোর অনুমান ৬ টায় ঘরের বারান্দার রুয়ার সাথে রশি  ঝুলে আত্মহত্যা করে।

সে উপজেলার সোনাতনিয়া গ্রামের জলিল শেখ ছেলে। ফিরোজা বেগম সাং সোনাতনিয়া রামপাল থানা অদ্য রাত অনুমান ১২ঃ০০ ঘটিকার পরে বারান্দায় ঘুমিয়ে পড়ে এবং তার স্ত্রী নূরজাহান মেয়েকে নিয়ে ঘরের ভিতর ঘুমিয়ে পড়ে। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। সকাল সাড়ে ৭ টায় তার স্ত্রী নূরজাহান বেগম দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়।

এসময় আশেপাশের লোকজন ছুটে এসে মজনু ওরফে মনুকে বারান্দার আড়ার সাথে গলায় ফাঁস দেয়া দেখতে পান । জানা গেছে মজনুর সাথে স্ত্রী নূরজাহানের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে।

খবর পেয়ে ফয়লা পুলিশ ফাড়ির এসআই ইসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করেছেন। এ ব্যাপারে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ময়না তদন্তের জন্যে বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। কি কারণে বা কেন আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.