× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা প্রতিনিধি

১৪ জুলাই ২০২৪, ১৯:২২ পিএম

বাগেরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন।
সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয়। তাছাড়া মাদক ও সন্ত্রাস নির্মুলে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে আহ্ববান জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন, বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ, বাগেরহাট রাজিয়া নাসের হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, মোড়েলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান , কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মেহেদী হাসান বাবু , মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, চিতলমারি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর সিদ্দিকী।
সভায় বক্তারা জেলার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখাতে মনিটরিং কার্যক্রম জোরদার করা, পৌর শহরের মানুষের চলাচলের পথে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করা, অটোরিক্সা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
আইন শৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ, জেলা পরিষদ সদস্য এ্যাড. শরিফা হেমায়েত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপিসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ।  
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.