২০১৪ সালে র্যাবের ক্রস ফায়ারে নিহত নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর বাড়িতে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা।
রোববার দুপুরে সদরের দুবাছুরী এলাকায় রব্বানীর কবর জিয়ারত শেষে তার বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন করেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
এসময় তিনি বলেন, ২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়। সেসময় বিএনপির ৬ শতাধিক নেতা-কর্মীকে বিভিন্ন ভাবে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। যেটা স্বাধীন বাংলাদেশের জন্য একটি ঘৃণিত কাজ বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও তৎকালীন র্যাবের মহা-পরিচালক বেনজির আহমেদ এসব হত্যা কান্ডের নির্দেশ দিয়েছেন বলেও দাবী এই নেতার। অবিলম্বে আইনের আওতায় এনে বেনজিরের বিচারের দাবী জানান তিনি।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, আমরা বিএনপি পরিবার সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।